নদীর নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল নিয়মিত ব্যাহত হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায়ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি । সকাল ৭ টায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি বড় ফেরি শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি ঘাটের ফেরি শিমুলিয়া ঘাটে পৌঁছালে এই পার থেকে ফেরি ছাড়া হবে।
আজ সকাল সাতটার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি বড় ফেরি যানবাহন নিয়ে রওনা হয়েছে। ফেরিটি পালের চর হয়ে এ ঘাটের দিকে আসছে বলে জানা গেছে। সম্ভবত সেটি মাঝ পথেই আছে। ফেরিটি এ ঘাটে সফলভাবে পৌঁছালে আবারও সেটি শিমুলিয়া থেকে লোড করে পাঠানো হবে। শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. হিলাল উদ্দিন জানান যে, ঘাটে পারাপারের জন্য ৪০টি যানবাহন অপেক্ষায় আছে। নতুন গাড়ি আসার চাপ নেই।