গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় জামে মসজিদের দ্বি-তল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সকালে আলহাজ্ব জহুরুল হকের সভাপতিত্বে কাজের শুভ উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থো সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব ডাঃ মোঃ ইউনুস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, রাধাকৃষ্ণপুর অনার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও মেট্রোল্যাব ইমেজিং এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আব্দুল আলিম ও মোঃ সাজু আহম্মেদ।
আলোচনা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান, মোহাম্মদ সোলাইমান ইসলাম সদস্য উপজেলা আওয়ামীলীগ, মোঃ ছালামত উল্লাহ আকন্দ, ওসমান গনি (তারা মিয়া), ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, আব্দুর রহমান মিস্ত্রি, ডাক্তার মোঃ মাজেদুর রহমান, মোঃ আব্দুল হামিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি,সমাজ সেবক, ব্যবসায়ী মহল, স্থানীয় সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লী গণ উপস্থিত ছিলেন।
পরে মসজিদের ইমাম মোঃ কামরুজ্জামান সবাইকে নতুন ভবন নির্মাণ কাজের অনুদানে অংশগ্রহণ করে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করেন এবং দোয়া করেন।
এছাড়াও সমাজে ভালো মানসিকতা এবং উচ্চ অবস্থানে থাকা ব্যক্তিদের এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য সভাপতি আলহাজ্ব জহুরুল হক সবাইকে আহ্বান জানিয়েছেন । এর আগে ভিত্তিপ্রস্তর এই মহৎ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকায় বাসরত অত্র এলাকার বাসিন্দা সুজন রহমানসহ অনেকে।