বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, “সাংবাদিকেরা জাতির বিবেক। দেশের স্বার্থে তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন।”
শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও নৌ বিহারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব সরকার। বর্তমান সরকার সাংবাদিকদের বিভিন্নভাবে সম্মানিত করেছেন।”
জাতির বিবেকের সঙ্গে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি উল্লেখ করে নিখিল আরো বলেন, “আজকের দিনটি আমার কাছে ঈদের মতো লাগছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের এসপি মো. মাহবুবর রহমান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ অন্যরা।