ভালোবাসা দিবসের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর। সেইসঙ্গে দর্শকের বাড়তি আগ্রহ থাকে এইসময়ের নাটকগুলো ঘিরে।
ভ্যালেন্টাইনের সময় ইউটিউব জুড়ে চলে এসব নাটকের উৎসব। বরাবরের মতো ভিন্নধর্মী কন্টেন্ট নির্মাণশৈলির জন্য ব্যাপক সাড়া জাগিয়েছে মুহতাসিম তকী নির্মিত নাটক ‘মন অবরোধ’। আরেক আলোচিত নির্মাতা ভিকি জাহেদ এর গল্পে নাটকটির স্ক্রিপ্ট করেছেন রাজীব নন্দী। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ্, কায়েস চৌধুরী, ইহতিশাম আহমদ টিংকু, আদিল খান প্রমুখ। টি. এইচ. তন্ময় ও রাব্বি ও রাজর প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজক বিদ্রোহী দীপন। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে নাটকের সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ব্যবহৃত গানের মিউজিক করেছেন শুভ্র রাহা। গানটির সুরকার টি. এইচ. তন্ময় ও তানজীর। পার্থ পৌলিনিউস ফলিয়ার কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন তানজীর, পূর্নতা।
নাটকের মূল নায়ক চরিত্রের অভিনয় শিল্পী ইরফান সাজ্জাদ বলেন, ‘নাটকটিতে যখন কাজ করি তখনই মনে হয়েছে ভালো একটা কাজ হতে চলেছে। রিলিজের পর থেকে সেরকমই সাড়া পাচ্ছি।’
নাটকের নির্মাতা মুহতাসিম তকী বলেন “মন অবরোধ আমার খুব ভালোবাসার একটা কাজ।দর্শক কাজটা পছন্দ করছে,ভালোভাবে নিয়েছে,যেটা অনেক বেশি আনন্দের।মন অবরোধ রিলিজের পর মানুষের যে অনুপ্রেরণা পেয়েছি সেটা সামনের কাজে আমার পাথেয় হয়ে থাকবে।”