ভারতের মাদ্রাসার মাদ্রাসার পাঠ্যক্রমে বেদ গীতা রামায়ণ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।
ভারতের ১০০টি মাদরাসায় পড়ানো হবে ধর্মগ্রন্থ গীতা ও রামায়ণ। দেশটির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং’-এর অন্তর্গত মাদরাসাগুলোতে অন্তর্ভুক্ত হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম।
প্রসঙ্গত, ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বাধীন শিক্ষা সংস্থা হলো এই ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং।
নতুন প্রস্তাবে ১৫টি নতুন কোর্সের কথা বলা হয়েছে। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে এই তালিকায় রাখা হতে পারে বেদ, যোগ, রামায়ণ এবং মহাভারত। থাকছে সংস্কৃত ভাষাও। এরই সঙ্গে থাকবে কিছু ভোকেশনাল স্কিলও। পড়ানো হবে ভগবত গীতাও।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান। তবে এটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। মঙ্গলবার (২ মার্চ) দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কেন্দ্রের নতুন শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের চেয়ারম্যান সরোজ শর্মা জানিয়েছেন, আপাতত ১০০টি মাদরাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে থাকছে গীতা-রামায়ণ। ভবিষ্যতে ৫০০টি মাদরাসায় চালু হবে এই বিষয়ে পাঠদান।