৩ লাখের বেশী মানুষ চট্টগ্রামে কোভিড-১৯ টিকা নিয়েছেন। নিবন্ধন করেছেন ৩ লাখের ও বেশী।বুধবার চট্টগ্রাম মহানগরী ও ১৪ উপজেলা মিলিয়ে টিকা দেওয়া হয় ১১ হাজার ৭৮৮ জনকে। এর মধ্যে নগরীতে ৭ হাজার ৮৩৪ জন এবং ১৪ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন বলেন, সব মিলিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ৮০৫ জন।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ১ লাখ ৫৭ হাজার ৪০৬ জন টিকা নিয়েছেন।
এরা সবাই টিকার প্রথম ডোজ নিয়েছেন। আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
সারাদেশের মতো চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
সেই দিন থেকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে বিভিন্ন কেন্দ্রে টিকা দেওয়া চলছে।