মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে আগে থেকেই ভারত কিংবা পাকিস্তানের থেকে পিছিয়ে বাংলাদেশ। এমনকি আফ্রিকার দরিদ্র দেশ বলে পরিচিত ইথিওপিয়া ও সোমালিয়ার অবস্থানও বাংলাদেশের থেকে উপরে।
মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪০ টি দেশের মধ্যে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৬ তম। দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশের চাইতে কম গতির ইন্টারনেট রয়েছে আফগানিস্তানে।
জনপ্রিয় ওয়েবসাইট স্পিডটেস্ট এর গ্লোবাল ইনডেক্সের প্রকাশ করা সূচকে এমন তথ্য পাওয়া যায়।
মোবাইল ইন্টারনেটের গতিতে একধাপ এগিয়ে প্রথমে আছে সংযুক্ত আরব আমিরাত । তার পরের অবস্থান গুলো হল দক্ষিন কোরিয়া, কাতার, চীন এবং সৌদি আরব।
সংযুক্ত আরব আমিরাত ১৮৩ এমবিপিএস, দক্ষিন কোরিয়া ১৭১ এমবিপিএস, কাতার ১৭০ এমবিপিএস, চীন ১৪৯ এমবিপিএস এবং সৌদি আরব ১১৫ এমবিপিএস। যেখানে বাংলাদেশের গতি ১০ এমবিপিএস এবং ভারতের ১২ এমবিপিএস। গড় ডাউনলোডের গতি থেকে বাংলাদেশের ডাউনলোডের গতি প্রায় সাড়ে ৪ গুন কম ।
অবশ্য বাংলাদেশে মোবাইল অপারেটরগুলো অনেকদিন ধরেই ৪জি গতির ইন্টারনেট সেবা দিয়ে আসছে বলে দাবি করে। এমনকি ধারনা করা হচ্ছে খুব শিগগিরই তারা ইন্টারনেটের ৫জি প্রযুক্তি সেবা দেবেন।