২.৫ বিলিয়ন পিক্সেলের ছবি পাঠিয়েছে মঙ্গলে পাঠানো মার্স ২০২০ রোভার যার নাম পারসিভিয়ারেন্স। আর এই ছবি গুলো তুলে পাঠিয়েছে ৫ মার্চ ২০২১। ২.৫ বিলিয়ন পিক্সেলের ছবি গুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নাসা।
গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলের মাটিতে পা রেখেছিলেন নাসার পারসিভিয়ারেন্স রোভার । লাল গ্রহের মাটিতে প্রাণের সন্ধান করাই যার মূল উদ্দেশ্য । এবার টেস্ট ড্রাইভও সফল করেছে এই মঙ্গল যান ।
নাসা এই ছবি টুইট করে জানিয়েছেন, আমরা মঙ্গল গ্রহে পারসিভিয়ারেন্সের চাকার যে দাগ রাখলাম তা কিন্তু ইতিহাস তৈরি করল। যদিও এর আগে অনেক রোভারের দাগই মঙ্গল গ্রহে আছে। তবে পারসিভিয়ারেন্স আলাদা একটা মাত্রা তৈরি করেছে নাসার বিজ্ঞানীদের কাছে।
এই ছবি গুলো যে ক্যামেরা দিয়ে তোলা মাস্ট ক্যাম যা রোভারের মাথায় লাগানো আছে তা দিয়ে সেলফিও তুলেছে। মঙ্গলের মাটির অসাধারন ছবি তোলার পর পৃথিবীতে আসতে সময় লেগেছিল প্রায় ১২ মিনিট । কারন আমাদের নীল গ্রহ থেকে মঙ্গল সাড়ে ২১ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে।