চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ায় অবস্থিত তাশিন শিপইয়ার্ডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিপব্রেকিং ইয়ার্ডটি বন্ধ করল শিল্প মন্ত্রণালয়।
আজ বুধবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইয়ার্ডটির মালিক স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমকে চিঠি পাঠায় শিল্প মন্ত্রণালয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের জারিকৃত চিঠি পেয়ে আমরা ইয়ার্ড কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি।
শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন প্রেরিত পত্রে জানা যায়, তাশিন শিপব্রেকিং ইয়ার্ডে গত ৪ মার্চ দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়। প্রশিক্ষণ বিহীন শ্রমিক দ্বারা কার্যক্রম পরিচালনা, ইয়ার্ড কর্তৃপক্ষের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে আশংকা করছে মন্ত্রণালয়।
এ ধরনের দুর্ঘটনার কারণে দেশে-বিদেশে শিপব্রেকিং শিল্পের সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। তাই ইয়ার্ডটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অপর এক আদেশে উক্ত ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ খালেক্জ্জুামানকে আহবায়ক ও সেফটি এজেন্সি মিতি এন্টারপ্রাইজের চেয়ারম্যান ক্যাপ্টন এ্যানাম চৌধুরীকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে।