গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন লাগার পর সেখান থেকে রোগীদের সরিয়ে নেবার সময় তিন জনের মৃত্যু হয়েছে।
হাইফ্লো নেজাল ক্যানোলা নামে একটি যন্ত্র আগুনে পোড়া অবস্থায় পাওয়া গেছে। এই যন্ত্রে যে রাসায়নিক থাকে তা অত্যন্ত দাহ্য পদার্থ। ধারণা করা হচ্ছে, এই যন্ত্রটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মৃত্যুর খবর নিশ্চত করেছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নতুন ভবনের দ্বিতীয় তলা থাকা আইসিইউতে। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হলে রোগীদের সরিয়ে নিতে শুরু করা হয়।
বুধবার সকাল ৮টার দিকে আগুন লাগার বিষয়টি জানা যায়। সেসময় ওই ইউনিটে ১৪ জন রোগী ছিলেন। তাদের সবাইকে স্থানান্তর করা হয়। স্থানান্তরের সময় গুরুতর অসুস্থ তিন জন মারা যায়। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছে।
নিহত তিনজনেই কোভিড আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভেন্টিলেশনে ছিলেন।