জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখা।
বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় রংপুর নগরীর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই।
তুমি জন্মেছিলে বলেই
জন্মেছিল দেশ
মুজিব তোমার আরেক নাম
স্বাধীন বাংলাদেশ।
এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সদস্যবৃন্দ।