জুমার দিনের ১৫টি সুন্নাত
জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত। এই দিনের বিশেষ কিছু সুন্নাত রয়েছে। যেমন:
১। ফযরের নামায জামায়াতে আদায় করা,
২। ভালোভাবে গোসল করা, (মেসওয়াক করা: সম্ভব হলে প্রতিদিন, প্রতি নামাযের আগে),
৩। জায়তুনের তেল ব্যবহার করা (চুলে, দাড়িতে এবং শরীরে),
৪। সুগন্ধি লাগিয়ে নামাযে যাওয়া,
৫। সুন্দর জামা পড়া (পুরাতন জামা হলে তা পরিষ্কার করে পরিপাটি করে পড়া),
৬। রাসূল (সাঃ) এর নামে বেশি বেশি দরুদ পড়া,
৭। জুমার দিনে সূরা আল কাহাফ পড়া, (পবিত্র কুরআনের ১৮ নং সূরা),
৮। মসজিদে আগে আগে যাওয়া,
৯। হেটে হেটে মসজিদে যাওয়া, রাসূল (সাঃ) হেটে হেটে যেতেন,
১০। মসজিদে প্রবেশের পর অন্যের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা না করা,
১১। মসজিদে ঢুকার সাথে সাথে দুই রাকাত নামায আদায় করা,
১২। মনোযোগ দিয়ে ইমামের খুৎবা শোনা,
১৩। খুৎবা চলাকালে কথা না বলা। কেউ কথা বললে তাকে থামানোর জন্য কথা না বলা,
১৪। খুতবা চলাকালীন সময়ে ঘুম আসলে জায়গা পরিবর্তন করে বসা এবং চোখে-মুখে পানি দেয়া,
১৫। জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়, (আসরের নামায হতে মাগরিব পর্যন্ত-বিশেষ করে মাগরিব নামাযের আগের ৩০ মিনিট দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়),