জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সকালে শহরের পৌর পার্কে তিনটি গ্রুপের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ আসিফ সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আমিনুর জামান রিংকু। এছাড়াও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।