পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
৬৮-বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে। দু’দিন আগে ইমরান খান করোনাভাইরাস প্রতিরোধী একটি ভ্যাকসিন নিয়েছিলেন। তিনি এখন তার বাসভবনে আইসোলেশনে আছেন।
ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তন সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।
সে কারণে টিকা নেবার পরের কয়েক সপ্তাহ পর্যন্ত যে কেউ ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
প্রধানমন্ত্রী ইমরান খানের আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটার বার্তায় মোদি লিখেছেন, ‘আশা করছি প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড–১৯ থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’