সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় হেফাজত নেতা মামুনুল হকের একটি ওয়াজ মাহফিল স্থগিত করেছে প্রশাসন।
জেলার শাল্লা উপজেলায় হিন্দু বাড়িঘরে হামলার জের ধরে উত্তেজনার মধ্যেই মাহফিল আয়োজন করা হয়েছিল।
আজ রোববার সকাল থেকে এ মাহফিল শুরুর কথা ছিলো, যাতে অতিথির তালিকায় ছিলো হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের নাম।
মাহফিল আয়োজকরা ব্যাপক প্রচার চালাচ্ছিলেন। ওদিকে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলো দফায় দফায় মিছিল করেছে মাহফিল বন্ধের জন্য। পরে প্রশাসন দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে মাহফিল স্থগিত করার কথা জানায় আয়োজকরা।
আয়োজকরা বলছেন, প্রশাসনের অনুরধে তারা মাহফিল স্তগিত করেছেন। চলতি মাসের ২৬ তারিখের পরে তবে রমজানের আগেই এই মাহফিল মামুনুল হককে অতিথি রেখেই আয়োজন করা হবে।