বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাচ মিসের মহড়া দেখে আপনি বলতেই পারেন, জিতার কোনো ইচ্ছে নিয়ে মাঠে নামেনি তারা । ক্যাচ মিস তো ম্যাচ মিস, কথাটা কতটা সত্যি সেটা বাংলাদেশ দল হাড়ে হাড়ে টের পেলো। ইতিহাস গড়ার সুযোগ সামনে ছিলো বাংলাদেশের, কিন্তু ক্যাচ মিস করে হেলায় হারালো সেই সুযোগ।
সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ৫ উইকেটের হারে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।
জিমি নিশামের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে। সহজ ক্যাচ মিস করলেন মুশফিকুর রহিম। টম ল্যাথামের সহজ ক্যাচ ও ধরতে পারলেন না বোলার মেহেদি হাসান নিজেই। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়া, বাংলাদেশের আশার কবর রচিত হয় সেখানেই। ল্যাথাম আর নিশাম মিলেই নিউজিল্যান্ডকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে দ্বিতীয় ওডিআইতে আগে ব্যাট করে তামিম ইকবালের দায়িত্বশীল ফিফটি ও পরে শেষদিকে মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটে ভর করে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে মাত্র ৫৩ রানেই তুলে নেয় কিউইদের প্রথম ৩ উইকেট। দারুণ ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে চতুর্থ উইকেটের পতন ঘটান তামিম। পুরো দেশ যখন জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ দলের প্লেয়াররা তখন হাতে সাবান মেখে নেমে পড়লেন মাঠে।
ক্যাচ মিসের খেসারত দিয়ে সিরিজ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ২-১ এ সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড