গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেকুড়াই নয়াপাড়া গ্রামের বিস্ফোরণটি ঘটেছে পরিত্যক্ত মর্টার শেল কাটতে গিয়ে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণের ঘটনাটি কোন জঙ্গী তৎপরতা নয়। ৭১ সালের পরিত্যক্ত মর্টাল শেল থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িটিতে প্রবেশ করে বোমা ডিসপোজাল দলটি। এডিসি রহমত উল্লার নেতৃত্বে ৮ সদস্যের দলটি বাড়ির বিভিন্ন কক্ষে তদন্ত কার্যক্রম চালায়। দলটি বাড়ির ভিতরে প্রবেশের পর সাড়ে দশটার দিকে আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সড়িয়ে দেয়া হয়। এরপর ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টাল সেল এর অংশ বিশেষ উদ্ধার করে বিস্ফোরন করা হয়।
উল্লেখ্য, বধুবার বিকালে বিস্ফোরণে বাড়ির মালিক সহ তিন ব্যক্তি নিহত হয়।