আজ ২৬শে মার্চ ২০২১খ্রিঃ মহান স্বাধীনতা দিবস। আজ থেকে ৫০ বছর আগে স্বাধীনতার ঘোষনা পেয়ে আজকের এই দিন থেকে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন উপলক্ষে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ পরিচালিত প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর আয়োজন র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২১।
অনুষ্ঠানে প্রধান ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রউফ সরকার। তার উপস্থিতিতে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট পরিবার ধন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান বীরের প্রতি। মহান বীরকে ফুলেল শুভেচছা দিয়ে বরন করে নিয়েছেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া। এর পরেই তিনি তার মূল্যাবান সময় থেকে কিছু সময় অতিবাহিত করেন শিক্ষার্থীদের সাথে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে।
এর পরই মহান বীরকে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান মিয়া, সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন এবং প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম। প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট দিনটি শুরু করে সূর্যদয়ের সাথে পতাকা উত্তলনের মাধ্যমে।
এর পরই র্যালি করার মাধ্যমে শহীদব্যাদিতে পূস্পস্তবক অর্পন করেন প্রতিষ্ঠানের পরিচালক, সভাপতি,প্রধান শিক্ষিকা,ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণ। পরোক্ষনেই চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট এর শতাধিক শিক্ষার্থী। যেসকল বীরদের আত্মত্যাগের কারনে আমরা পেয়েছি এই স্বাধীনতা পরিশেষে সেই সকল বীরদের স্মরনে দোয়ার মাধ্যমে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউট পরিবার দিবসটি পালন করে ।