উন্নত প্রযুক্তি ব্যবহারে আমরা অতটা অগ্রসর নয়। সেক্ষেত্রে অফিসিয়াল কাজের বা পারসোনাল কাজের ক্ষেত্রে আমাদের সবসময় কম্পিউটার/ল্যাপটপ ব্যবহার করতে হয়। এই কম্পিউটারের মাধ্যমে আমরা ই-মেইল, বিভিন্ন সার্ভিস এপ্লিকেশন, ভাইবার ইত্যাদি ব্যবহার করে থাকি। সুতরাং এটি নিরাপদ রাখতে ভালো পাসওয়ার্ড ব্যবহার করা অত্যাবশ্যক। কিন্তু অনেক সময় সঠিক নিয়মে পাসওয়ার্ড ব্যবহার না করার ফলে আমাদের কম্পিউটার/ল্যাপটপ, ই-মেইল, সফটওয়্যার অ্যাপ্লিকেশন,ভাইবার ইত্যাদি সার্ভিস অনিরাপদ থেকে যায়।
নিচে বর্ণিত ধাপ গুলো অনুসরণ করে নিজের ব্যবহৃত কম্পিউটারের পাসওয়ার্ড নিরাপদ রাখা সম্ভব।
- আপনার কম্পিউটার/ল্যাপটপ এর অপারেটিং সিস্টেম ইউজারনেম এবং শক্তিশালী পাসওয়ার্ড এর মাধ্যমে প্রোটেক্টেড রাখুন।
- পপ-আপ স্ক্রিনে ব্যক্তিগত তথ্য লিখবেন না। অধিকাংশ সময় হ্যাকাররা পপ-আপ স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করে থাকে। তাই কোন ওয়েবসাইট ব্যবহার করার সময় পপ-আপ স্ক্রিনে কোন ব্যাক্তিগত ও পাসওয়ার্ডের তথ্য দিবেন না।
- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। একটি ভাল পাসওয়ার্ডে সর্বদা বড় এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং কমপক্ষে একটি বিশেষ অক্ষর অন্তর্ভুক্ত থাকে। সবসময় পাসওয়ার্ডে দশ এর অধিক সংখক অক্ষর ব্যবহার করুন। যেমনঃ Bcd@#123! [এই পাসওয়ার্ডটি ব্যবহার করা থেকে বিরত থাকুন]
- নিজের নাম , মোবাইল নাম্বার এবং জন্মতারিখ দিয়ে পাসওয়ার্ড সেট করবেন না।
- প্রতি মাসে অন্তত একবার আপনার উইন্ডোজ, ইমেইল, অ্যাপ্লিকেশন ইত্যাদি সার্ভিস সমুহের পাসওয়ার্ড পরিবর্তন করুন। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের ফলে তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
- স্টিকি নোট অথবা নোটপ্যাডের উপর আপনার পাসওয়ার্ড কখনো লিখে রাখবেন না। ডেস্কটপের উপর পাসওয়ার্ড ফাইল ওপেন করে রাখবেন না।
- পাবলিক/গেস্ট ওয়াই-ফাই ব্যবহার করে গোপনীয় লেনদেন পরিচালনা করবেন না। কারন সাধারনত হ্যাকাররা এইসব ফ্রি ওয়াই-ফাই ব্যবহারকারীদের টার্গেট করে থাকে।
- আপনার ব্যবহৃত পাসওয়ার্ড/পাসকোড অতি গোপনীয়। তাই এটি হার্ডকপি তৈরি করা থেকে বিরত থাকুন। যদি করে থাকেন তবে অবশ্যই তা ধ্বংস করুন। সফটকপি তৈরি করে থাকলে তা পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন।
- প্রতিবার আপনার ডেস্ক ছেড়ে যাওয়ার আগে আপনার কম্পিউটারটি লক করুন এবং কর্মস্থল ছেড়ে যাওয়ার পূর্বে অবশ্যই ডিভাইস [shutdown] বন্ধ হয়েছে কিনা নিশ্চিত হয়ে অফিস ত্যাগ করুন।
- ব্রাউজার এ ইউজারনেম ও পাসওয়ার্ড সেভ করে রাখা থেকে বিরত থাকুন। কারন লগইন ইনফরমেশন সেট করা থাকলে অনায়াসে যে কেউ আপনার আইডি ব্যবহার করে ক্ষতিসাধন করতে পারে।
- আপনার ব্যবহৃত ডিভাইসটি যদি হারিয়ে যায় তবে দয়া করে যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন।