বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে সাইবার সিকিউরিটির ওপর একটি অনলাইনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডঃ মোঃ শরিফ উদ্দিন তাঁর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন। পরে বিশেষ বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি আবদুর রহমান খান জিহাদ।
কর্মশালায় সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন বক্তারা মূল্যবান বক্তব্য রাখেন। বর্তমান সময়ে সাইবার সিকিউরিটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রথম পর্যায়ে ১০০ জন কে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে বাকি সদস্যদের জন্যেও কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তারা।
উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) বাংলাদেশের কম্পিউটার এবং তথ্য সিস্টেমের ক্ষেত্রে অগ্রণী পেশাদার এবং শিক্ষিত সমাজ হিসেবে বিবেচিত। এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সরকারের নিবন্ধন নং -১৬৩৮ (৫৩) / ৯৫। এটি আইইইই কম্পিউটার সোসাইটির সিস্টার সোসাইটিও।