হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীর মৃতদেহ ঢাকা থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হয়েছে আজ সকালে। কিন্তু তার মৃতদেহ সেখানে পৌঁছানোর আগেই সেখানকার জানাজায় যোগ দিতে অনুসারীদের ঢল নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। অতিমাত্রায় ভিড় তৈরি হওয়ার কারণে হাটহাজারী এলাকায় সড়কপথ বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, তাঁর নামাযে জানাজা আজ বেলা ২ টায় অনুষ্ঠিত হবে।
ভীরের জন্য বন্ধ হয়ে গেছে উপজেলার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এলাকাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপরে অবস্থিত হওয়ায় এই সড়কপথে জেলাদুটির মধ্যেকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তার ছেলে আনিস মাদানী গণমাধ্যমকে জানিয়েছেন যে, শেষ ইচ্ছা অনুযায়ী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণেই জানাজা ও দাফন হবে তাঁর বাবার।