নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে পৌরসভা কার্যালয়ে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে ।
উদ্ভূত পরিস্থিতিতে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে ‘স্বেচ্ছায় কারাবরণের প্রস্তুতি’ নিচ্ছেন বলে জানিয়েছেন কাদের মির্জা।
আবদুল কাদের মির্জা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, নেতা-কর্মীদের পৌরসভা কার্যালয়ে আসতে দিচ্ছে না পুলিশ। আর পুলিশ বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাদের মির্জার কাছে তাঁর অনুসারীদের যাতায়াত সীমিত করা হয়েছে।
কাদের মির্জার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, ‘কাদের মির্জা প্রতি ঘণ্টায় ঘণ্টায় নতুন নতুন কর্মসূচি নিয়ে মাঠ গরম রাখার চেষ্টা করেন। করোনাযোদ্ধাদের সম্মাননা দেওয়ার নামে সে রকমই একটি চেষ্টা আজ বিকেলে বন্ধ করে দিয়েছে পুলিশ।’
তিনি বলেন, বসুরহাট পৌরসভা কার্যালয় ঘিরেই এখন বেশির ভাগ পুলিশের অবস্থান। পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষজন ছাড়া কাদের মির্জার নেতা-কর্মী যাঁরা কারণে–অকারণে তাঁর আশপাশে ঘোরাঘুরি করেন, তাঁদের যাতায়াত সীমিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার বিকেল থেকে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।