দেশে চলমান সহিংস ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত, তা দিবালোকের মতো পরিষ্কার।’
আজ সোমবার (২৯ মার্চ) নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২-৩ দিনের হামলায় তাদের উসকানি দেওয়ার তথ্যপ্রমাণ পেয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবসহ আওয়ামী লীগ সকল নৈরাজ্যের জবাব দেবে। এ সময় দলে ত্যাগী নেতাদের স্থান দিতে জেলা আওয়ামী লীগকে নির্দেশ দেন তিনি। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।