এবারের রমজানে কারো কারো বাসায় সেহেরি আর ইফতারের টেবিলে একটা চেয়ার খালি থাকবে। তারাবীর নামাজে পরিচিত কিছু মুখ মসজিদে আসবেনা। সেহেরির সময় আমাদেরকে ফোনে কল করে জাগানোর জন্যে অনেকে এখন এই পৃথিবীতে নেই। প্রতিবছর ট্রে সাজিয়ে ইফতার পাঠানো অনেকেই এবছর নেই। এবছর অনেক বাসায়ই আমরা দাওয়াত পাবোনা।
গতবছর যারা আমাদের সাথে ছিলেন,তাদের অনেকেই এবারের রমজানে আমাদের পাশে থাকবেন না। তাই আমাদের এবারের রমজানের খাস দায়িত্ব হচ্ছে যারা আমাদের মাঝে নেই,তাদের জন্য মন থেকে দোয়া করা। মহান আল্লাহ যেন আমাদের সবার হিসাব সহজ করে দেন,আমাদেরকে সাহায্য করেন।