আজ দুপুরে অকস্মাৎ কালবৈশাখী ঝড়ে নাজেহাল হয়েছে পুরো উত্তরবঙ্গ।
গাইবান্ধা জেলার দারিয়াপুর ঢনঢনি পাড়ায় কালবেশাখী ঝড়ে গাছ ভেংগে মাথায় পরার কারণে এক মহিলা মৃত্যুবরন করেছে। তিনি স্থানীয় মিটু মিয়ার স্ত্রী।
ঝড়ে গাছের নিচে পরে গুরুতর আহত হন তিনি। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিক্যালে দ্রুত নিয়ে যেতে বলেন।
পরবর্তীতে রংপুর নেওয়ার পথেই মারা যান তিনি।