রংপুরের বিভিন্ন উপজেলায় আজ বেলা আড়াইটার দিকে মাত্র কয়েক সেকেন্ডের বাতাসের তান্ডবে লন্ড-ভন্ড হয়ে গেছে সব।
প্রথমে বেলা আড়াইটার দিকে “মরুভূমির ধুলিঝড়ের” মতো বাতাসের সাথে প্রচন্ড ধুলি উড়তে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎই পূর্ব দিক থেকে তীব্র বেগে আসে বাতাস মাত্র কয়েক সেকেন্ডেই লন্ড-ভন্ড হয়ে গাছ-পালা, ঘর-বাড়ি, দোকান-পাট।
পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ১৩নং রামনাথপুর এলাকার বটেরহাট নামক হাটের উপরে ভেঙ্গে পড়েছে বিশাল আকারের গাছ, এতে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হাটে আরো পাঁচটি দোকান পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
হাটে উপস্থিত লোকজন “বিডিটোন২৪.কম” কে জানায় আজ ছিলো হাটবার আর কিছু পরেই লোকজন হাটে চলে আসতো। লোকজন হাটে থাকাকালীন সময়ে বাতাস হলে প্রানহানীর সম্ভবনা ছিলো।
এদিকে হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী আব্দুল মমিন জানান তার স্কুলের বেশ কিছু শ্রেণীক্ষের টিনের চালা উড়ে গেছে এতে শ্রেণীকক্ষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘূর্ণিঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত অন্যান্য উপজেলা থেকেও ক্ষয়ক্ষতি খবর আসছে।