আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউন কে কেন্দ্র করে ঢাকা শহরের অধিকাংশ মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছে। শহরের বিভিন্ন বাস-টার্মিনাল ও ট্রেন স্টেশন গুলোতে ঘুরে এসব চিত্র দেখা যায়।
গত শনিবার দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় মেয়াদে এক সপ্তাহের জন্য আগামী সোমবার থেকে লকডাউন ঘোষণা করে সরকার। মূলত তখন থেকেই মানু্ষজন বাড়ি ফিরতে শুরু করেছে।
নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও ট্রেন স্টেশন গুলোতে মানুষজনের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক দূরত্ব মানার কোনো তোয়াক্কা না করেই টিকেট কিনার জন্য ভিড় করছে সাধারণ মানুষজন।
এছাড়া, ৬০% পর্যন্ত বাসের ভাড়া ভাড়ানোর নির্দেশনা থাকলেও অতিরিক্ত যাত্রীর সু্যোগে মালিক কর্তৃপক্ষ বাসের ভাড়া দ্বিগুণ এমনকি কোনো কোনো ক্ষেত্রে তিনগুণ,চারগুণ বাড়ানোর অভিযোগ ও পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ঢাকা থেকে কুমিল্লার বাসগুলোর টিকেটের মূল্য ১২০-১৫০ টাকা হলেও, আজ সেই টিকেট বিক্রি হচ্ছে ৩০০-৫০০ টাকা পর্যন্ত।
এদিকে, কোনো কোনো বাসে বর্ধিত ভাড়া নিয়েও দুইসিটে একজন যাত্রী বসানোর নিয়ম মানছেন না বলেও জানা যায়। স্টার লাইন পরিবহনের এক যাত্রী ক্ষোভ নিয়ে জানান ” আমাদের থেকে বর্ধিত ভাড়া নিলেও কিছু কিছু ক্ষেত্রে দুইসিটে দুইজন যাত্রীই নিচ্ছে বাস কর্তৃপক্ষ”।
এ নিয়ে যাত্রীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। বাস বা ট্রেনের টিকেট না পেয়ে অনেককে ট্রাক ও পিক আপ ভ্যানে করে বাড়ি ফিরতে দেখা যায়।