চীনা অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান ওরাকলের মধ্যে একটি চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয় নিশ্চিত করেন ট্রাম্প। উক্ত চুক্তি অনুযায়ী টিকটকের অধিকাংশ শেয়ারের মালিকানা থাকবে বাইটড্যান্সের হাতে।
এর আগে টিকটক নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। তবে এখন ট্রাম্প প্রশাসন ওরাকল-টিকটক চুক্তির অনুমোদন দেওয়ায় পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে। এক বিবৃতি থেকে জানা যায়, টিকটকের ওপর নিষেধাজ্ঞা এক সপ্তাহ পেছানো হয়েছে।
সূত্র: বিবিসি