চোট বেশ ভোগাচ্ছে শ্রেয়াস আইয়ার। দীর্ঘদিনের জন্য ছিটকে পড়তে হয়েছে মাঠের বাইরে, হাতছাড়া হয়েছে দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্ব। এত দুঃসংবাদের মাঝে একটি সুখবরও পেয়েছেন এই ক্রিকেটার। না খেলেই পুরো আসরের টাকা পাবেন শ্রেয়াস আইয়ার
৭ কোটি রুপি পারিশ্রমিক পেতেন আইয়ার। চোটের কারণে চতুর্দশ আইপিএল থেকে ছিটকে পড়েছেন তিনি। তাতে স্বাভাবিকভাবেই এ মৌসুমের পারিশ্রমিক হাতছাড়া হওয়ার কথা।
তবে আইয়ারের পারিশ্রমিক কর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস। আসরে কোনো ম্যাচ খেলতে না পারলেও তাকে পুরো টাকাই দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ।
গত ২৩ মার্চ পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছাড়েন । এই চোট তাকে ছিটকে ফেলেছে মাঠের বাইরে। চোট সারিয়ে মাঠে ফিরতে বেশ কয়দিন সময় লাগবে। আইয়ারের কাঁধের হাড় আংশিক সরে গেছে। ইংল্যান্ড সিরিজের পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়ে আইপিএল।
চোট সারাতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে যেতে হচ্ছে অস্ত্রোপচার কক্ষে। আগামী ৮ এপ্রিল তার অস্ত্রোপচার সম্পন্ন হবে।
আইয়ার অবশ্য নতুন অধিনায়ককে শুভকামনা জানাতে ভুলেননি। আইয়ার না থাকায় দিল্লীকে নেতৃত্ব দেবেন রিশভ পান্ট।