ভারতের মুম্বাইয়ে একটি তিন তলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে বলে। থানে মিউনিসিপ্যাল করপোরেশনের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হচ্ছে, ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।