শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । দীর্ঘ পাচ বছর পর দলে ফিরেছেন শুভাগত হোম। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল গড়েছেন নির্বাচকেরা। করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কা বাংলাদেশকে কোনো নেট বোলার দেবে না। এ কারণেই অতিরিক্ত কিছু খেলোয়াড় সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।
চোটের কারনে দল থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহামুদ। অজ্ঞাত কারনে দলে নেই অভিজ্ঞ মাহামুদুল্লাহ। আইপিএল খেলতে যাওয়ার কারনে দলে নেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। সাকিবের রিপ্লেসমেন্ট হিসাবে সুভাগত হোমকে দলে নেওয়া হয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের প্রাথমিক দল: মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, তামিম ইকবাল, আবু জায়েদ চৌধুরি রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।