জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান নিউটন।
গত ১২ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা মোতাবেক এবং সিন্ডিকেট কর্তৃক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রদত্ত ক্ষমতাবলে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এ সম্পর্কে বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধির বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে তাদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।