ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বেসরকারি হাসপাতালের বাইরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন এক নারী।
স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) রাজধানীর হেনরি ডুনান্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, বন্দুকধারী ব্যক্তি গুলি চালানোর পর মোটরসাইকেলে পালিয়ে যায়। শহরের সিক্সটিনথ ডিসট্রিক্ট এলাকায় রেডক্রস পরিচালিত সেই হাসপাতালের সামনে তিনি বেশ কয়েকটি গুলি ছোড়েন। এতে দু’জন গুলিবিদ্ধ হয়। প্রথমে আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজন মারা যান। আহত নারী হাসপাতালটির একজন নিরাপত্তা কর্মী।
প্রত্যক্ষদর্শীদের মতে মোটরবাইকে করে আসা মুখঢাকা বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালান। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ পথচারী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। এ সময় এক নারী নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন।
এদিকে সুষ্ঠু তদন্তের আগেই ঘটনাটিকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়াতে রাজি নন প্যারিস কর্তৃপক্ষ। তবে হামলাকারীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান। হাসপাতাল এবং মহাসড়কের সিসিটিভি দেখে চলছে বিশ্লেষণ।