কঠোর লকডাউনে ফাঁকা খুলনার রাস্তা। পবিত্র মাহে রমজানের শুরুর দিনেই করোনা ভাইরাস প্রতিরোধে এবার শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউনের কারনে ফাঁকা দেখা যাচ্ছে খুলনার প্রাণকেন্দ্র সোনাডাঙ্গা। আজ শুর হয়েছে পবিত্র রমজানের প্রথম দিন ও পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ পালন করা হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে সকল প্রকার অনুষ্ঠান গনজাময়েত নিষিদ্ধ করেছে সরকার ও স্থানীয় প্রশাসন।
সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে বন্ধ রয়েছে স্থানীয় সব শপিং মল, রেস্তরা সহ সব দোকানপাট। জরুরী প্রয়োজনে খোলা রয়েছে গাজি মেডিকেল কলেজ, ম্যানিপাল হার্ট হসপিটাল সহ সকল হাসপাতাল। খোলা স্থানে বসবে সকল কাচাবাজারের দোকান। বাইরে খুব একটা মানুষের দেখা নেই। জরুরী প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য চালু করা হয়েছে পুলিশের মুভমেন্ট পাশ। খুব প্রয়োজন ছাড়া কেও ঘর থেকে বাইরে বের হচ্ছে না। দেখা নেই দূর পাল্লার বাসের ও। দেখা মিলছে অল্প কিছু রিস্কা ও ইজি বাইকের।
স্থানীয় প্রসাশন কঠোর ভাবে সব কিছু নিয়ন্ত্রন করছে, যে কারনে এখনো খুলনার অবস্থা দেশের অন্যন্য এলাকার তুলনায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা অনেক কম। এই বিষয়ে একটি সাক্ষাৎকার ছাপা হবে আগামিকাল।