সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোর কাছে ১-০ গোলে হারে চেলসি কিন্তু প্রথম লেগে চেলসির দুটি অ্যাওয়ে গোল থাকায় সেমির টিকিট পেল থমাস টুখেল বাহিনী।
করোনাভাইরাস পরিস্থিতিতে ভ্রমণে বিধিনিষেধের কারণে দল দুটির মধ্যে শেষ আটের দুই লেগই সেভিয়ায় সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার রাতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল পোর্তো। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
জয়সূচক গোলটি পেতে পোর্তোর অপেক্ষা করতে হয় ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন মাহদি তারেমি। ডান দিক থেকে সতীর্থের ক্রসে অসাধারণ এক গোল করেন তিনি।
দিনের আরেক ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩। অ্যাওয়ে গোলের সুবাদে শিরোপাধারীদের বিদায় করে শেষ চারে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। সেমি ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুল।