জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী আসলাম মাহমুদ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা মোতাবেক আসলাম মাহমুদ যোগদানের তারিখ হতে আগামী দুই বছর সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, আসলাম মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ (২০০৯-১০ সেশন) ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।
২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন এবং ২০১৮ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। এর পূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিনি দেড় বছরেরও বেশি সময় শিক্ষকতা করেন।