লক ডাউন চলাকালীন কেউ ইমারজেন্সি বাড়ির বাইরে যেতে হলে মুভমেন্ট পাশ নিন নিচের ধাপগুলো অনুসরন করে। বাইরে জেতে চাইলে অবশ্যই আপানকে মুভমেন্ট পাশ নিতে হবে। এছাড়াও সরকারের নির্দেশনা বাস্তবায়নের নানা উদ্যোগের পাশাপাশি একান্ত প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করতে চালু করা হয়েছে মুভমেন্ট পাস অ্যাপস। অ্যাপস এর উদ্বোধন করেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ১৫ ক্যাটাগরিতে আপনি এই সুযোগ গ্রহন করতে পারবেন। নিম্নোক্ত ধাপসমুহ অনুসারন করে আপনি পেতে পারেন মুভমেন্ট পাশ।
মুভমেন্ট পাশ করার নিয়ম ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলঃ
Step-1: https://movementpass.police.gov.bd এই লিংকে প্রবেশ করুন
Step-2: প্রথমে মোবাইল নাম্বার দিন (+880 1 XXXXXXXXXX)
Step-3: জন্ম তারিখ দিন (XXXXXXX _ DDMMYEAR)
Step-4: কোথা থেকে যাবেন তা দিন (বর্তমান ঠিকানা)
Step-5: আপনার থানার নাম দিন (বর্তমা্নে যে থানায় আছেন)
Step-5: কোথায় যাবেন তা দিন
Step-6: আপনার গন্তব্যের থানার নাম দিন
Step-7: আপনার নাম দিন
Step-8: জেন্ডার দিন
Step-9: আপনার বয়স দিন
Step-10: কী জন্য পাশ প্রয়োজন তা দিন (যেমন চাকরি)
Step-11: পাশ ব্যবহারের তারিখ ও সময় নির্বাচন করুন
Step-12: যদি নিজের কোন গাড়ি ব্যবহার করেন তার নাম্বার এন্ট্রি করুন
Step-13: আপনার NID নাম্বার দিন
Step-14: আপনার ছবি দিন
Step-15: সাবমিট করুন আপনার পাশ করা হয়ে গেলো। এখন আপনি আপনার পাশটি ডাউনলোড করুন এবং আপনার সাথে সংরক্ষণ করুন। একটি মোবাইল নম্বর দিয়ে বার বার পাশ নিতে পারবেন না কেও এবং একজন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ১৫ টি পাস নিতে পারবেন।