ক্রিস মরিস এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়। ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস।
সেই দামের মূল্য আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে দলকে ৩ উইকেটে জিতিয়ে দেখালেন তিনি। তার ব্যাটিং তান্ডবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখেই দিল্লির দেওয়া ১৪৮ রানের লক্ষ্য পেরিয়েছে রাজস্থান। ১৮ বলে ৩৬ রান করেন তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধরাশায়ী হয় রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা।
জস বাটলার ২, ভোহরা ৯,সামসন ৪ ও শিভাম দুবে ২ রানে ফিরে যান। একাই যা লড়েছেন ডেভিড মিলার। হাফসেঞ্চুরি পূর্ণ করে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন তিনি। ৪৩ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৩ রান করে আউট হন।
রাহুল টেওয়াটিয়া ১৭ বলে ১৯ রান করেন। দিল্লির হিয়ে ৩ উইকেট নেন আভেস খান। কাগিসো রাবাদা ও ক্রিস ওকস পান দুটি করে উইকেট।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টসে হেরে ১৪৭ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমান ও জয়দেব উনাদকাটের বলে নাকাল ছিলেন দিল্লির ব্যাটসম্যানরা। ফিজ ২৯ রান খরচায় নেন দুই উইকেট। উনাদকাট নেন ৩ উইকেট।