যে জার্সি পরে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেছিলেন দিয়েগো মারাদোনা, তা এ বার নিলামে উঠতে চলেছে। আয়োজকদের আশা, আকাশ ছুঁতে পারে এর মূল্য। ইতিমধ্যেই মারাদোনার জার্সি পাওয়া নিয়ে উন্মাদনা শুরু হয়েছে আমেরিকা তথা গোটা বিশ্ব জুড়ে।
১৯৮২ সালে বিশ্বকাপে অভিষেক হয় আর্জেন্টাইন এই কিংবদন্তির। ফুটবলের সেই বিশ্ব আসরে আর্জেন্টাইন এই কিংবদন্তির ব্যবহৃত একটি জার্সি নিলামে তোলা হয়েছে।
স্পেন বিশ্বকাপের মিশন শেষে ফেরার পর আর্জেন্টাইন কোচ সেসার লুইস মেনোত্তির কাছ থেকে জার্সিটি উপহার পেয়েছিলেন দেশটির এক খ্যাতিমান সাংবাদিক। কয়েক দশক ধরে জার্সিটি তার পরিবার আগলে রেখেছিল। ম্যারাডোনার মৃত্যুর পর এখন জার্সিটি বিক্রির সঠিক সময় বলে মনে করছে তারা।
কালো কালিতে ম্যারাডোনার অটোগ্রাফ সম্বলিত আকাশি-সাদা জার্সিটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ‘গোট্টা হ্যাভ রক এন্ড রোল ডট কম’।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ হাজার ডলার ভিত্তিমূল্যের জার্সিটির দাম উঠেছে সাড়ে ৭১ হাজার ডলার। নিলামের সময় শেষ হতে এখনো ছয় দিন বাকি। ধারণা করা হচ্ছে, দুই লাখ ডলার পর্যন্ত দাম উঠতে পারে জার্সিটির।
৬০ বছর বয়সে গত নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা। মৃত্যুর পর থেকে তার স্মৃতি বিজড়িত সবকিছুরই মূল্য উঠছে আকাশছোঁয়া।