করোনার ২য় ঢেউ মোকাবিলায় সরকারি নির্দেশনায় চলছে কঠোর লকডাউন।ফলে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষরা পরেছে বিপাকে। করোনার সংকটময় মূহুর্তে অর্থনীতির চাকা যেখানে থেমে আছে, ঠিক সেই মুহূর্তে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন চালিয়ে যাচ্ছে তার দৈনিক কার্যক্রম।
যার অংশ হিসেবে গতকাল (১৮ এপ্রিল) পথশিশু কল্যাণ ফাউন্ডেশন রংপুর -এর আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সাথে প্রতিষ্ঠানটি সরকারের পাশাপাশি অন্যান্য ব্যক্তি/সংগঠন কে এগিয়ে আসার আহবান জানায়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়।