আজ সোমবার (১৯ এপ্রিল) থেকে চট্টগ্রামের চকবাজার থানার ১ নম্বর জয়নগর এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বিডিটোন২৪.কমকে বলেন, কোন এলাকার অধিবাসীর ১ লাখের মধ্যে ৬০ জনের অধিক সংক্রমিত হয় তবে সে এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়। সে হিসেবে চকবাজার ১ নম্বর জয়নগর এলাকায় ৬০ জনের অধিক সংক্রমিত হওয়ায় ওই এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।