বড় জুটি গড়ার সাথে এবার শতক হাকালেন অধিনায়ক মমিনুল হক। অপেক্ষার অবসন ঘটিয়ে মুমিনুল হক শতক করলেন দ্বিতীয় দিনের প্রথম সেশনেই। নিজের ১১তম টেস্ট সেঞ্চুরিটি আদায় করে নিলেন বাংলাদেশ অধিনায়ক। দেশের বাইরে এটি মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। এখনো পর্যন্ত ৪২টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে প্রায় ৪২ গড়ে ৩০৪৫ রান করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের চেয়ে টেস্ট এভারেজে সবার থেকে এগিয়ে মমিনুল হক।
তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুলে ১০০ ওভার ছাড়িয়ে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১১৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭৮। শান্ত খেলছেন ১৫৫ রানে, মুমিনুল ১০৭ । দ্বিতীয় দিন ১ম সেশন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
শান্তর সঙ্গে মুমিনুলের অবিচ্ছিন্ন জুটির ২২৬ রান । দেশের বাইরে যা তৃতীয় উইকেটে বাংলাদেশের যা সর্বোচ্চ জুটি। প্রথম দিনের চাওয়া আর পাওয়া মিলে গেছে অনেকটুকুই। দ্বিতীয় দিনের চাওয়া সবার নিশ্চিতভাবেই থাকবে শান্তর আরও বড় ইনিংস, দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি পার, আর দলের রান পাহাড়।
শতকের পর ১৫৫ রান করে ফেলেছেন শান্ত কিন্তু এখনো টেস্ট মেজাজেই ব্যাট করছে সে। ভালো বলে ডিফেন্স করছে, খারাপ বলে দেখেশুনে খেলছে স্কোরিং শট। এখনো পর্যন্ত কোন বাজে শট খেলতে দেখা যায়নাই শান্তকে। বিদেশের মাটিতে আরেটি দ্বিশতক দেখার অপেক্ষায় সবাই। কে জানে প্রথম ত্রিপল সেঞ্চুরিও করে ফেলতে পারে শান্ত।
তিন পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। গতি আক্রমণে আজ বাংলাদেশ দল ভরসা রাখছে তাসিকন আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেনের ওপর। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ঘূর্ণি আক্রমণটা সামলাবেন। পাঁচ বোলার নিয়ে বাংলাদেশ এ টেস্টে খেলতে নামছে ইতিবাচক মানসিকতা নিয়েই। দ্বিতীয় দিনের প্রথম সকালের সেশনটা মোটামুটি ভালোই গেছে বাংলাদেশের ।