টিকার জন্য ভারতবিহীন চীনের জোটে বাংলাদেশের সায়। ভারতের সেরাম ইন্সটিটিউট বাংলাদেশকে জানিয়েছে জুন-জুলাইয়ের আগে টিকার নতুন চালান আসার সম্ভাবনা নেই। তাই বিকল্প পথে হাঁটছে ঢাকা। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য টিকা সংরক্ষণ করতে ভারত ছাড়া ৬টি দেশ নিয়ে জোট গঠনের প্রস্তাব দিয়েছে চীন। সেই জোটে থাকার নীতিগত সম্মতির কথা জানিয়েছে বাংলাদেশ।
গত বছরের নভেম্বরে ভারতের সিরাম ইনস্টিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি হয় বাংলাদেশের। তবে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ফলে বর্তমানে দেশে থাকার টিকার মুজত একেবারেই কমতির দিকে।
এরই মধ্যে সিরামের প্রধান নির্বাহী জানিয়ে দিয়েছেন, ভারতে টিকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় জুন জুলাইয়ের আগে টিকা তারা রপ্তানি করতে পারবে না। তবে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার জানিয়েছেন শিগগিরই চুক্তি মতে বাকি ভ্যাকসিন পাবে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, টিকা নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ৬টি দেশ নিয়ে করোনার টিকা সংরক্ষণের একটি প্রস্তাব দিয়েছে চীন। আর এই প্রস্তাবে সম্মত আছে বাংলাদেশ।
তিনি আরো জানালেন, যত টিকা প্রয়োজন তত টিকা দিতে প্রস্তুত চীন। এরজন্য সমঝোতা স্মারকও স্বাক্ষর হবে। তবে খুব শিগগিরই ৬ লাখ ডোজ টিকা চীন বাংলাদেশকে উপহার হিসেবে।
শুধু বেইজিং নয়, ঢাকার নজর রয়েছে মস্কোর দিকেও। রাশিয়া টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দিতে রাজি আছে বলেও জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তবে শর্ত এই, প্রযুক্তি অন্য কাউকে দেয়া যাবে না। এবিষয়ে একটি চুক্তিতিও খসড়াও প্রায় চূড়ান্ত।