১৪ দিনের জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্থলপথে পণ্যবাহী সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
আগামি সোমবার থেকে ১৪ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “ভারতে যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে। তাই আমরা চাইছি, স্থলবন্দর ও সীমান্ত থেকে মানুষের যাতায়াত দুই সপ্তাহ বন্ধ রাখার। এই সময়ে মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।”
তবে ভারতে করোনাভাইরাসে সংক্রমণ খুব বেশি বেড়ে যাওয়ায় দু্ই দেশের মধ্যে যাতায়াত কড়াকড়িভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যদিও ভারতের সঙ্গে বিমান চলাচল এর আগে থেকেই বন্ধ রয়েছে।
ভারতে করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে বলেও বিশেষজ্ঞরা বলছেন। গত তিন দিনেই প্রায় ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে ।