মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মাতা মাজেদা বেগম সোমবার রাত ১২ টার সময় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।বার্ধক্যজনিত কারনে গুরুতর অসুস্থ অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর (সোমবার ) তাকে হাসপাতালে ভর্তি করা হয় । ঐ দিন রাতেই তিনি মারা যান । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর ।
আজ সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মরহুমার নিজ গ্রাম তারাবুনিয়ার ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্তীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মন্ত্রী শ ম রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্তার শান্তি কামনায় দেশ বাসীর দোয়া চেয়েছেন ।