ড্রতে ২০১৯-২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ প্রথম পয়েন্ট বাংলাদেশের। ছয় টেস্ট ম্যাচ খেলে প্রথম ড্রতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। এর আগে কোন পয়েন্ট অর্জন করতে পারে নি বাংলাদেশ। রয়েছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। বাংলাদেশ এখন পর্যন্ত ৩.৫টি সিরিজ খেলে ৫টি ম্যাচ হেরেছে , পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ এবং আজ শ্রীলঙ্কার সাথের ম্যচেটি ড্র করে সর্বমোট ২০ পয়েন্ট অর্জন করেছে। টেস্ট চ্যাম্পিয়নশীপের আরো একটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের।
টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের ঠিক উপরের নামটি এই শ্রীলঙ্কাই। তারা ও চাইবে শেষ ম্যাচটি জিতে নিজেদের অবস্থান আরো শক্তপোক্ত করতে। আর স্বাগতিক হওয়ার কারণে তাদের জেতার সম্ভবনা ও বেশিই থাকবে। নিজেদের কন্ডিশনে তারা শেষ টেস্টে তাদের শক্তিমক্তার পরিচয় দিবে।
২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ টেস্ট ক্রিকেটকে ঘিরে চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী আসর। ১ আগস্ট, ২০১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের মাধ্যেম শুরু হয় এই প্রতিযোগিতা।
২০১০ সালে এ প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করে আসছিল আইসিসি কিন্তু অনুমোদনের প্রায় এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ বাস্তবরূপ লাভ করে। ২০১৩ ও ২০১৭ সালে দুইবার প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা চালানো হলেও তা বাতিল হয়ে যায়।
বারোটি টেস্ট খেলুয়াড়ে দেশের মধ্যে নয়টি দেশ এবারের আসরে অংশ নিয়েছে।প্রত্যেক দলই অপর আটটি দলের মধ্যে যে-কোন ছয়টির বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিয়েছে। প্রত্যেক সিরিজই দুই থেকে পাঁচটি টেস্ট খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল। সব টেস্ট দলই নিজদেশে তিনটি ও প্রতিপক্ষের মাঠে তিনটি সহ মোট ছয়টি সিরিজ খেললেও একই সংখ্যক টেস্ট খেলার প্রয়োজন পড়বে না। প্রত্যেক দলেরই প্রতিটি সিরিজ থেকে সর্বাধিক ১২০ পয়েন্ট পেয়েছে। লীগভিত্তিক সিরিজ খেলা শেষে সর্বাধিকসংখ্যক পয়েন্ট লাভকারী দুই দল নিউজিল্যান্ড ও ভারত ইতিমধ্য ফাইনালে পৌছিয়ে গেছে।
সর্বোচ্চ ৫২০ পয়েন্ট অর্জন করে ভারত আছে তালিকার ১ নাম্বারে। তালিকার দুইয়ে আছে নিউজিল্যান্ড তাদের পয়েন্ট ৪২০। যদিও ফাইনালে সবার আগেই চলে গিয়েছিল নিউজিল্যান্ড।