নাটোরের নলডাঙ্গায় হাবিব নামে ৬ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে আপন চাচাতো ভাই। এ ঘটনায় মূল আসামি কে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে হাবিবকে না পেয়ে পরিবারের লোকজন ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ের সে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলে বলে স্বীকার করে। খবর পেয়ে রাত ১২টায় পুলিশ গিয়ে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লুকিয়ে রাখা বিস্কুট খাওয়ার অপরাধে রোববার (২৫ এপ্রিল) বিকেলে ওই কিশোর তার চাচাতো ভাই হাবিবকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ প্রথমে নিজেদের নির্মাণাধীন বাড়িতে লুকিয়ে রাখে। পরে সন্ধ্যা হলে মরদেহ একটি ভুট্টাক্ষেতে ফেলে দেয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিস্কুট খেয়ে ফেলার রাগ থেকে আসিফ আহসানকে খুন করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।