জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে, নির্যাতন, মিথ্যা মামলা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন স্কুল শিক্ষিকা ও মুক্তিযোদ্ধার কন্যা তানিয়া আক্তার। তিনি স্থানীয় থানায় মামলা করেছেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেও কোন প্রতিকার পাননি বলে জানান। তানিয়া আক্তার আরো অভিযোগ করেছেন যে ছাত্রলীগ নেতা রনি ও তার সন্ত্রাসী বাহিনীর প্রাণনাশের হুমকিতে পরিবারসহ জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এই পরিস্থিতিতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগ নেতা রনির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা ও দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুল শিক্ষিকা ও মুক্তিযোদ্ধার কন্যা তানিয়া আক্তার।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোছা: তানিয়া আক্তার এসব তথ্য গণমাধ্যম কে জানান। রংপুরের মিঠাপুকুর শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত তানিয়া আক্তার নগরীর কোতয়ালী আরপিএমপি থানার বসুনিয়া রোডের কেরানীপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজুর রহমানের মেয়ে। তার মায়ের নাম মোছা: সবেদা বেগম।