কোভিড-১৯ এর ভয়াবহ থাবার মুখে ভারতের পাশে জরুরি সহায়তা নিয়ে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করছেন ইমরান এইচ সরকার।
সমাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান লিখেছেন- ‘ভারতে এখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। চিকিৎসা সহ সব ধরনের সাপ্লাই-চেইন কার্যত অচল হয়ে গেছে। চারিদিকে শুধু লাশ আর লাশ।’
ইমরান বলেন, ‘এমন দূর্দিনে প্রতিবেশি হিসেবে বাংলাদেশের কিছু মানবিক দায়িত্ব রয়েছে। সৌদি আরব এতোদূর থেকে যদি জরুরী অক্সিজেন পাঠিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে আমরা কেন পারছি না?’
তিনি আরো বলেন, ‘আমাদের উচিত এখনই জরুরী সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো। কিছু অসভ্য মানুষ হয়তো এটা নিয়েও নোংরামি করবে! তাতে কী আসে যায়!’
উল্লেখ্য ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।