করোনাভাইরাসের প্রার্দুভাবে ১৪ ম্যাচ হয়েই থমকে যায় চলতি বছরের পিএসএল। আগামী ২ জুন আবার শুরু হবে আসরটি। তবে এরই মাঝে প্লেয়ার্স ড্রাফট থেকে পরিবর্তিত (রিপ্লেসমেন্ট) খেলোয়াড় নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
পরিবর্তিত বা বদলি এই ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও লিটন কুমার দাস। এদের মধ্যে দল পেয়েছেন সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন।
২৭ এপ্রিল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরি থেকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতান্সে ঠিকানা হয়েছে আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। সিলভার ক্যাটাগরি থেকে প্রথমবার খেলতে যাওয়া লিটনকে দলে টেনেছে করাচি কিংস।
সাকিব-মাহমুদউল্লাহর জন্য পিএসএল অভিজ্ঞতা পুরোনো হলেও এবারই প্রথমবার ডাক পেলেন লিটন। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য এটি হতে যাচ্ছে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজভিত্তিক লিগ, ২০১৮-১৯ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন তিনি।
এবারের পিএসএলের দ্বিতীয় পর্বে যেসব খেলোয়াড়রা অংশ নেবেন, তাঁদের সবাইকে করাচিতে একটি হোটেলের আলাদা আলাদা কক্ষে সাতদিনের কঠোর কোয়ারেন্টিন করতে হবে। যা শুরু হবে ২২ মে থেকে। পরে তিনদিনের অনুশীলন করে মাঠে নামবেন সবাই।